কলকাতাঃ সমীক্ষা অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লাটফর্ম সংখ্যা হাওড়া স্টেশনে। কিন্তু দিন যত গড়াচ্ছে তত বেশি ট্রেনের সংখ্যা বাড়ছে হাওড়া স্টেশনে। যাত্রী সংখ্যাও অঢেল হওয়ায় সমস্ত যাত্রীরা জায়গাও পান না হাওড়া স্টেশন চত্বরে। এই সমস্ত কথাই মাথায় রেখে এবার খুশির খবর দিল রেল কর্তৃপক্ষ।
কী সেই খবর?
আরও পড়ুন: প্রেমিক আমিষ খেতে দিত না, হেনস্তা করত প্রকাশ্যে, তাই চরম পদক্ষেপ পাইলটের!
হাওড়া স্টেশনে এতদিন প্লাটফর্ম সংখ্যা ছিল ২৩, তা এবার বেড়ে হতে চলেছে ২৪। যাত্রী সুবিধার্থেই এমন উদ্যোগ বলে জানানও হল রেল সূত্রে। নতুন স্টেশন গঠনের ফলে যেমন যাত্রী হার ভাগ হতে চলেছে, তেমন ভাবেই রেলের পক্ষ থেকেও সুবিধা বাড়বে।
উল্লেখ্য, ১৯০৫ সালে হাওড়া স্টেশন ৬টি প্লাটফর্ম নিয়ে শুরু করেছিল যাত্রা। ১৯৮৪ সালে প্লাটফর্ম সংখ্যা বাড়িয়ে তা করা হয় ৯টি। এরপর ২০০৯ সালে ১৫ থেকে প্লাটফর্মের সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়।
রেল সূত্রে খবর, মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধির জন্যই বাড়ানো হতে চলেছে হাওড়া স্টেশনের প্লাটফর্ম সংখ্যা। এর ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেও উল্লেখ করা হয় রেলের তরফ থেকে। যদিও নতুন এই প্লাটফর্ম কবে থেকে যাত্রী সাধারণদের জন্য খুলে দেওয়া হবে তা এখনও জানানও হয়নি রেলের তরপফ থেকে।
দেখুন অন্য খবর