skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollধর্ষণ আটকাতে ডাক্তারের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন নার্স
Bihar Shocking Incident

ধর্ষণ আটকাতে ডাক্তারের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন নার্স

বিহারের সমস্তিপুর জেলার ঘটনা

Follow Us :

নয়াদিল্লি: ধর্ষণ আটকাতে ডাক্তারের (Doctor) গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন এক বেসরকারি হাসপাতালের নার্স (Nurse)। এমনই অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিহারের (Bihar) সমস্তিপুর জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি হাসপাতালের একজন নার্স অস্ত্রোপচারের ব্লেড দিয়ে একজন ডাক্তারের গোপনাঙ্গ কেটে আত্মরক্ষা করেন। অভিযোগ ওই ডাক্তার ও তার দুই সহযোগী তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন বেগুসরাই জেলার ডাঃ সঞ্জয় কুমার সঞ্জু, বৈশালী জেলার সুনীল কুমার গুপ্ত এবং মাংরা এলাকার অবধেশ কুমার।

রিপোর্ট অনুযায়ী, ডাক্তার, তার দুই সহযোগীর সঙ্গে মদ্যপান করেন। নেশাগ্রস্ত অবস্থায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিযুক্ত নার্সকে হয়রানি করতে শুরু করেন। নার্সকে যৌন নিপীড়নের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। দ্রুত নার্স একটি অস্ত্রোপচারের ব্লেড ধরে তার গোপনাঙ্গ কেটে ফেলে নিজেকে তার কবল থেকে মুক্ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: নারকো টেস্টের অনুমতি কেন দিল না আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়?

আহত ডাক্তার বর্তমানে একটি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। যেখানে তার অবস্থা গোপন রাখা হচ্ছে। পুলিশ সক্রিয়ভাবে মামলাটি তদন্ত করছে এবং আরও প্রমাণ সংগ্রহ করছে। একটি বিবৃতিতে ডিএসপি সঞ্জয় কুমার পান্ডে জানিয়েছেন, ভুক্তভোগী গভীর রাতে জরুরি পরিষেবাগুলিতে কল করেছিলেন। তথ্যটি স্থানীয় পুলিশ স্টেশন এবং এসপিকে দেওয়া হয়েছিল তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য। নির্যাতিতাকে কাছের একটি মাঠে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই নার্স ওই হাসপাতালে গত ১০ থেকে ১৫ মাস ধরে নিযুক্ত ছিলেন। তিনি বর্ণনা করেছেন কীভাবে ডাক্তার, একজন ফিজিওথেরাপিস্ট এবং তার দুই সহযোগী তাকে হয়রানি শুরু করার আগে মদ্যপান করেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular