নয়াদিল্লি: ওবিসি (OBC) মামলায় রিপোর্ট (Report) দেওযার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চাইল রাজ্য সরকার। ওবিসি তালিকাভুক্ত করার ক্ষেত্রে ওবিসি কমিশনের মতামত নেওয়া হয়েছিল কি না সে বিষয়ে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। রাজ্যের আবেদনের ভিত্তিতে সোমবার এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে।
কীসের ভিত্তিতে রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায় সহ একাধিক সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে তা জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন: নবান্ন অভিযানে কলকাতা পুলিশ ১২৬ জনকে গ্রেফতার করল
উল্লেখ্য, ২০১০ সালের পর ইস্যু করা প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশনবেঞ্চ। যথাযথ তথ্য ও সমীক্ষা ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
আরও খবর দেখুন