বাঁকুড়া: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে শুভেন্দু অধিকারীর মন্তব্যে ফের সরগরম লালমাটির জেলা বাঁকুড়ার রাজনীতি। এবার রাজ্যের বিরোধী দলনেতা বাঁকুড়ার পুলিশ সুপারের অফিস অবরোধ করার হুংকার দিলেন। ভোট লুট হলেই এই অবরোধ কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এমনিতেই বাঁকুড়ার নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী শেখর দানা। আর এবার শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
আরও পড়ুন: তৃনমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
সোমবার শেষ দিনের প্রচারে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে তালডাংরা মার্কেট কমপ্লেক্সে সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভায় দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে রীতিমতো দেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি উচ্চস্বরে বলেন, ভোটের দিন ভোট লুঠ হলে সেদিন সন্ধ্যে ৬ টায় সাংসদ বিধায়কদের নিয়ে বাঁকুড়া পুলিশ সুপারের অফিস অবরোধ করবেন তিনি। উল্লেখ্য, আগামী বুধবার রয়েছে এই কেন্দ্রের উপনির্বাচন। এই ভোটে বাঁকুড়ার হারানো মাটি ফিরে পেতে মরিয়া পদ্ম শিবির। তবে শেষমেশ কি হবে জনাদেশ, তার উত্তর দেবেন ভোটাররা।
দেখুন আরও খবর: