skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollঅভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: জম্মু ও কাশ্মীর হাইকোর্ট
Jammu and Kashmir High Court

অভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: জম্মু ও কাশ্মীর হাইকোর্ট

ভারতীয় ফৌজদারি আইন ছাড়াও টাডা আইনে সাজাপ্রাপ্ত এই আবেদনকারী

Follow Us :

নয়াদিল্লি: জঘন্যতম সন্ত্রাসবাদী অপরাধে সংস্কারপন্থী নীতি কার্যকর নয়। বিচ্ছিন্নতাবাদী আশিক হোসেন ফাক্তুর আবেদন খারিজ করে অভিমত জম্মু ও কাশ্মীর হাইকোর্টের (Jammu and Kashmir High Court)। কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী এবং হিজবুল মুজাহিদিন জঙ্গি আশিক হোসেন ফাক্তুর সাজা কমানোর আর্জি খারিজ করে আদালত জানাল, সন্ত্রাসবাদের মতো জঘন্য ও ভয়ঙ্কর অপরাধের বিষয়টি সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে কঠোর দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

অভিযুক্তকে সংশোধনের সুযোগ দেওয়ার নীতি সন্ত্রাসবাদী অপরাধের ক্ষেত্রে কার্যকর নয়। বিশেষত জম্মু ও কাশ্মীরের মতো জায়গায়। যেখানে প্রায় তিন দশকের ওপর ধারাবাহিকভাবে জঙ্গি কার্যকলাপ চলছে। অভিমত বিচারপতি সঞ্জয় ধর ও বিচারপতি এম এ চৌধুরীর।

আরও পড়ুন: হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরানো হল

যতদিন না দেশের সামাজিক পরিবেশের উন্নতি হচ্ছে এবং সংশোধন নীতি কার্যকর করার পর্যাপ্ত সুযোগ সুবিধা সহজলভ্য হচ্ছে, ততদিন সংস্কারপন্থী বা সংশোধনবাদী নীতিকে পিছনের আসনে রাখতে হবে। অভিমত আদালতের। উল্লেখ্য, ১৯৯২ সালে কাশ্মিরী মানবাধিকার কর্মী হৃদয়নাথ ওয়াংচুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হিজবুল মুজাহিদিন সদস্য ফাক্তু। ভারতীয় ফৌজদারি আইন ছাড়াও টাডা আইনে সাজাপ্রাপ্ত এই আবেদনকারী।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular