নদিয়া: হাসপাতাল চত্বরে মদের ঠেক? আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের পর সব হাসপাতালেই নিরাপত্তা (Security) বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হল পুলিশই। নদিয়ায় (Nadia) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাসপাতাল চত্বরে মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের মারে জখম হলেন এক পুলিশকর্মী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে। জখম পুলিশ কর্মীর নাম শ্যামল বন্দ্যোপাধ্যায়। তিনি হোম গার্ড পদে কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন এবং থানার গাড়ি চালাতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে হাসপাতাল চত্বরে মদ্যপানের আসর বসিয়েছিল স্থানীয় কিছু দুষ্কৃতী। কোতোয়ালি থানার টহলরত পুলিশ ভ্যান সেখানে পৌঁছে তাদের বাধা দিতেই তারা মারমুখী হয়ে ওঠে। সেই সময় হঠাৎ একজন ওই হোমগার্ডের মাথায় মদের বোতল দিয়ে মারলে তিনি জখম হয়ে মাটিতে পড়ে যান। অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেই সুযোগে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন আইনজীবী আছেন। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের বিষয়ে থানাগুলি থেকে রিপোর্ট চাইল লালবাজার
আরও খবর দেখুন