skip to content
Friday, January 17, 2025
HomeScrollবাড়বে দাম! সিগারেট, কোল্ড ড্রিঙ্কসের উপরে ৩৫ শতাংশ জিএসটির সুপারিশ

বাড়বে দাম! সিগারেট, কোল্ড ড্রিঙ্কসের উপরে ৩৫ শতাংশ জিএসটির সুপারিশ

মোট ১৪৮টি বিষয়ের উপর কর পরিবর্তনের প্রস্তাব

Follow Us :

নয়াদিল্লি: শীত হোক বা গ্রীষ্ণ কোল্ড ড্রিক্সসে চুমুক দেন না এই ধরনের মানুষের সংখ্যা মনে হয় হাতে গোনা যাবে। কম বেশি প্রায় সকলের শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস অনেকটাই হজমের কাজ করে বলে মনে করেন একশ্রেণির সাধারণ মানুষ। তবে এর কোনও বৈজ্ঞানিক যুক্তি এই। গলা ভেজাতেও কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেন যুবা থেকে বয়স্ক সকলেই।

কিন্তু এবার সেই কোল্ড ড্রিঙ্কস প্রেমী মানুষের জন্য দুঃখের খবর। বাড়তে পারে দাম! কারণ, সিগারেট, কোল্ড ড্রিঙ্কসের উপরে ৩৫ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। মোট ১৪৮টি বিষয়ের উপর কর পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লা সহ লোকাল ট্রেন

জানা গেছে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী সুপারিশ এনেছে। আগামী ২১ ডিসেম্বর জিএসটি কাউন্সিল বৈঠক হবে। সেখানেই এই প্রস্তাব আলোচনার সম্ভাবনা আছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃতাধীন কাউন্সিল।

এতদিন পর্যন্ত সিগারেট-কোল্ড ড্রিঙ্কসের উপর জিএসটি ধার্য আছে ২৮ শতাংশ। তা থেকেই বাড়িয়ে ৩৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। কারণ হিসেবে শারীরিক ক্ষতির কথা তুলে ধরা হয়েছে। তবে ৩৫ শতাংশ জিএসটি ধার্য করার জন্য সেখানে যোগ হবে নয়া স্ল্যাব। এর আগে ২৮ শতাংশ পর্যন্ত জিএসটির স্ল্যাব রয়েছে। সিগারেট ও কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি হাঁটতে পারে পোশাকও। কারণ তার উপরেও জিএসটি ধার্য করার সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর সূত্রের।

মন্ত্রিগোষ্ঠী সুপারিশ জানিয়েছে, ১,৫০০ টাকা ১০,০০০র উপর হলে ১৮ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। পোশাকের দাম যদি ১৫০০ হয় তাহলে তার উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। দাম দশ হাজারের বেশি হলে ২৮ শতাংশ। অন্যদিকে স্বাস্থ্য ও জীবনবিমান উপর থেকে জিএসটি কমানোর সুপারিশ রাখা হয়েছে।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular