skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollবন্যার জেরে বাজার আগুন, আলু, পেঁয়াজ, সব্জির দাম আকাশছোঁয়া
Hoogly Incident

বন্যার জেরে বাজার আগুন, আলু, পেঁয়াজ, সব্জির দাম আকাশছোঁয়া

অধিকাংশ এলাকা জলের তলায়

Follow Us :

কলকাতা: দক্ষিণবঙ্গে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির জেরে বাজারে (Market) আগুন লাগল। আলু (Potato), পেঁয়াজ (Onion) থেকে শাক সব্জির দাম বাড়ল ব্যাপক হারে। মাথায় হাত ক্রেতাদের। হুগলির বিস্তীর্ণ এলাকায় জলের তলায় চলে গিয়েছে কোল্ড স্টোরেজ। যার জেরে সেখানে আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু বের করতেও সমস্যা হচ্ছে। সেজন্য দাম বাড়াতে হয়েছে বলছেন ব্যবসায়ীরা। তবে এই সুযোগে কালোবাজারিরা নেমে পড়েছে বলেও অভিযোগ উঠছে। পুরশুড়া, আরামবাগ, তারকেশ্বরে বেশি আলুর ফলন হয়। তার মধ্যে অধিকাংশ এলাকা জলের তলায়।

কী অবস্থা বাজারের? গত সপ্তাহে জ্যোতি আলু ৩০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছিল। এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলু ৩৫ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। পেঁয়াজ কেজি প্রতি ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও যা ৫৮ থেকে ৬০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। শহরের বড় বাজারে ৬৫ টাকা হলেও ছোট বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। পুজোর মুখে এই দাম বাড়ায় মাথায় হাত ক্রেতাদের। এক ব্যবসায়ী জানান, ৫০ কেজির এক বস্তা আলু ১৩৯০ টাকায় কিনছি। কেজি প্রতি ২৯ টাকায় কিনে ৩২ টাকায় বিক্রি করছি। পেঁয়াজ ২৩০০ টাকা বস্তা কিনছি। ৬৫ টাকায় কিনে ৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন: আট বছরের শিশুকন্যার সঙ্গে এ কী করল যুবক!

বেড়েছে বিভিন্ন সব্জির দাম। বেগুন আগে ছিল ৬০-৭০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১০০ টাকা। ঢ্যাঁড়শ আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৮০ টাকা। করলা আগে ছিল ৬০ টাকা, এখন হয়েছে ৮০ টাকা। পটল ছিল ৪০ টাকা, এখন হয়েছে ৭০ টাকা। ঝিঙে ছিল ৪০ টাকা এখন হয়েছে ৬০-৭০ টাকা। পালংশাক আগে ছিল ৬০ টাকা, এখন হয়েছে ১০০ টাকা।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular