Placeholder canvas
HomeScrollব্রিগেডে অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী

ব্রিগেডে অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী

গীতাপাঠের অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি

কলকাতা: বছরের শেষেই ব্রিগেডে (Brigade) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা। তবে কোনও রাজনৈতিক সভা নয়। লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) ট্যুইট করে এমনই দাবি করেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে তিনি থাকবেন বলে জানিয়েছেন। লক্ষ মানুষ সেদিন ব্রিগেডে ওই অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামী বছরেই লোকসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অরাজনৈতিক অনুুুষ্ঠান হলেও তাতে প্রচারের মহড়া সারতে বিজেপির মুখ তথা প্রধানমন্ত্রী নিশ্চয় কসুর করবেন না। এর আগে অমিত শাহ বাংলায় এসে লোকসভায় ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। দুর্গাপুজোর সময় অমিত শাহ পুজোর উদ্বোধনেও কলকাতায় এসেছেন। সেদিক দিয়ে দেখতে গেলে ইদানীংকালে বিজেপির সবচেয়ে বড় অনুষ্ঠান হতে চলেছে সেটি। ফলে সব মহলের চোখ থাকবে সেদিকে।

আরও পড়ুন: ছটে কলকাতায় ৪০০০ পুলিশ

আরও খবর দেখুন :

বাংলা এখন (Bangla Ekhon) | বাংলা এখনে দেখুন রাজ্যের সবচেয়ে আপডেট খবর

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments