ওয়েব ডেক্স: রাজ্যাভিষেকের মুকুট পরেই স্নানঘরে ঢুকতেন রানি এলিজাবেথ। মায়ের এমনই গোপন তথ্য ফাঁস করলেন রাজা তৃতীয় চার্লস। মুকুটের ওজন এতটাই ছিল যে তা পরে স্বাভাবিক থাকার চেষ্টা রানি। সম্প্রতি ছোটবেলার নানান স্মৃতি ভাগ করে নেন রাজা তৃতীয় চার্লস। রানি এলিজাবেথের রাজ্যভিষেকের গল্পও স্মৃতিমন্থন করেন।
সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে এসেছিলেন কানাডার ১২ জন বৃদ্ধা। এর আগেও তাঁরা বাকিংহাম প্যালেসেও রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছিলেন। এই ১২ জন বৃদ্ধা রানি এলিজাবেথের রাজমুকুট মেলার সমকালীন। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার পর মায়ের গল্প করেন চার্লস।
আরও পড়ুন: হুদিদের সরাসরি ড্রোন হামলা তেল আভিভে, উড়ে গেল বহুতল
জানান, মাঝেমধ্যে রাজ্যভিষেকে মুকুট পরে স্নানঘরে ঢুকতেন রানি এলিজাবেথ। চার্লস ও অ্যানি তখন খুব ছোট। তাঁদের স্নান করানোর সময় একদিন নাকি রাজমুকুট পরেই স্নানঘরে ঢুকেছিলেন তাঁদের মা। যা দেখে চমকে ওঠেন দুই ভাইবোন। পরবর্তীতে জানতে পারেন ভারী মুকুট পড়ে ঘরের মধ্যে ঘুরতেন রানি এলিজাবেথ।
চার্লস আরও বলেন, একটা নির্দিষ্ট শোমোয় মুকুট পরেই থাকতে হত রানিকে। মুকুটটি যেমন ভারী, তেমনই লম্বা। সেটি দীর্ঘক্ষণ পরে স্বাভাবিক ভাবে কথা বলতে অসুবিধা না হয়, সে কারণেই প্র্যাকটিস করতেন। ছোটবেলার সেই স্মৃতি আজও অমলিন।
দেখুন আরও খবর: