কলকাতা: ট্যাব কেলেঙ্কারি (Tab Incident) নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে কালঘাম ছুটছে রাজ্যের। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প অনেক আশা নিয়ে শুরু করেছিল রাজ্য সরকার।
স্মার্টফোন/ ট্যাবলেট/ ব্যাক্তিগত কম্পিউটার(পিসি) কেনার জন্য ১০ হাজার করে আর্থিক অনুদান। ২০২২ সালে এই প্রকল্পটি শুরু করে রাজ্য। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পায়।
কিন্তু সেই তরুণের স্বপ্ন প্রকল্প ঘিরে একের পর অনুদানের টাকা গায়েবের ঘটনায় চাপে রাজ্য সরকার। এবার এই প্রকল্প থেকে শিক্ষা নিয়ে কন্যাশ্রীতে অ্যাকাউন্টে থেকে টাকা উধাওয়ের ঘটনা রুখতে রাজ্যে সমস্ত জেলাকে চিঠি দিলেন বিকাশ ভবনের নারী ও শিশু কল্যাণ দফতরের স্পেশাল কমিশনার।
আরও পড়ুন: আরজি কর কাণ্ড: বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে রাজ্য, জানাল কেন্দ্র
কন্যাশ্রী পোর্টালটি (Kanyashree Portal) যেহেতু ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার বা এনআইসি রক্ষণাবেক্ষণ করে তাই তারা গুরুত্বপূর্ণ ৬ দফা প্রস্তাব বা পরামর্শ দিয়েছে কন্যাশ্রী অ্যাকাউন্টগুলিকে রক্ষা করতে। সেখানে বলা হয়েছে –
নির্দেশিকায় বলা হয়েছে,
১. যে সমস্ত অ্যাকাউন্টগুলি নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেখানে যেন যথাযথ পাসওয়ার্ড ব্যবহার করা হয়।
- যে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে তার অপারেটিং সিস্টেম, ব্রাউজার, প্লাগ ইনস সহ যাবতীয় সিস্টেম যাতে আপডেটেড থাকে।
- ক্ষতিগ্রস্থ সিস্টেমে যদি কোনও আন অথরাইজড সফটওয়্যার থাকে তা যেন সঙ্গে সঙ্গে বাতিল করা হয়।
- ফায়ারওয়ালকে বাতিল করে সেই জায়গায় এন্টি ম্যালওয়ার, এন্টি রানসামওয়ার, এন্টি এক্সপ্লয়েড সফটওয়্যার যাতে ব্যবহার করা হয়।
- প্রতিমুহূর্তে পালা করে সিস্টেম যেন স্ক্যান করা হয়।
- যেগুলি সন্দেহজনক ওয়েব ব্রাউজার, সেখানে যেন কোন রকম তথ্য বা শংসাপত্র সেভ না করা হয়। দেখুন অন্য খবর: