skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollপ্রধান শিক্ষকের মর্যাদা রক্ষিত হাইকোর্টে
Calcutta High Court

প্রধান শিক্ষকের মর্যাদা রক্ষিত হাইকোর্টে

মামলাকারী প্রধান শিক্ষক পেতে চলেছেন বকেয়া পাওনা

Follow Us :

পূর্ব বর্ধমান: প্রধান শিক্ষকের (Head Master) মর্যাদা রক্ষিত হাইকোর্টে (Calcutta High Court)। অবসর গ্রহণের তিন বছর পরে মামলাকারী প্রধান শিক্ষক পেতে চলেছেন বকেয়া পাওনা। তাঁকে কালিমালিপ্ত করার প্রয়াসও খারিজ।

বর্ধমান (Bardhaman) মিউনিসিপাল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর শম্ভুনাথ চক্রবর্তী প্রাণিবিদ্যায় (জুলজি) পিএইচডি। শিক্ষক ও ছাত্রদের নিয়মানুবর্তিতার পাঠ দিতে গিয়ে প্রবল প্রতিবন্ধকতার সম্মুখীন। বিক্ষুব্ধ কিছু শিক্ষকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। অডিট হওয়া হিসাব ম্যানেজিং কমিটিতে গৃহীত হওয়া সত্ত্বেও বর্ধমান থানায় ফৌজদারি অভিযোগ। ফৌজদারি মামলায় তিনি নির্দোষ ঘোষিত। অভিযোগকারী মিথ্যা অভিযোগের দায়ে পাল্টা মামলায় বিপাকে। তা সত্ত্বেও তাঁর অবসরকালীন পাওনা আটকে যায়।

আরও পড়ুন: দূষণহীন শিল্প চিহ্নিতকরণ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

আর্থিক অনিয়মের কোনও প্রমাণ মেলেনি। প্রাক্তন প্রধান শিক্ষকের মামলায় হাইকোর্টে জানান জেলা স্কুল পরিদর্শক, পুলিশ।আগামী তিন সপ্তাহের মধ্যে আবেদনকারীর বকেয়া পাওনা মেটাতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। প্রাক্তন ছাত্র তথা প্রধান শিক্ষকের আইনজীবী অয়নাভ রাহার এজলাসের বাইরে প্রণাম প্রধান শিক্ষককে। শিক্ষক দিবসের প্রাক্কালে এটাই আমার বড় উপহার। ছাত্রের মাথায় হাত রেখে অশ্রুসিক্ত গলায় মন্তব্য প্রধান শিক্ষকের।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular