নয়াদিল্লি: শম্ভু সীমান্তের অবরোধ। অবরোধকারী কৃষকদের (Farmers) সঙ্গে আলোচনার স্বার্থে কমিটি গঠন সুপ্রিম কোর্টের (Supreme Court)। বিষয়টির রাজনীতিকরণ করা যাবে না। পঞ্জাব ও হরিয়ানার সীমান্ত শম্ভুতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনার স্বার্থে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নবাব সিংয়ের নেতৃত্বে চলবে কমিটি।
অবরোধ ও আন্দোলনকারী কৃষকদের দিল্লিমুখী অভিযান আটকাতে হরিয়ানা সরকার দ্বারা শম্ভু সীমান্তে অবরোধ। সেই অবরোধ সরাতে নির্দেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন হরিয়ানা সরকারের।
আরও পড়ুন: আরজি কর কাণ্ড চলাকালীন তিনটি সংবাদমাধ্যমকে বয়কট তৃণমূলের
শম্ভু সীমান্তের ওপারে জাতীয় সড়কে অবরোধকারীদের দাঁড়িয়ে থাকা ট্রলি, ট্রাক্টর ইত্যাদি সরিয়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব আদালতের। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে। কর্তৃপক্ষ দ্বারা চিহ্নিত বিকল্প স্থানে অবরোধকারীদের সরে যাওয়ার স্বাধীনতা দানের ইঙ্গিত।
রাজনৈতিক দলগুলি থেকে আন্দোলনকারীদের দূরত্ব বজায় রাখার জন্য সাবধানতা অনুসরণ করার অনুরোধ। আন্দোলনে যেন রাজনীতির রং না লাগে। মন্তব্য আদালতের।
আরও খবর দেখুন