নয়াদিল্লি: শিক্ষক বদলিতে সুপ্রিম (Supreme Court) ধাক্কা শিক্ষক সংগঠনের। শিক্ষক বদলিতে এসএসসির (School Service Commission) সিদ্ধান্তই চূড়ান্ত। রায় বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের। ১৯৯৭ সালের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইনে ২০১৭ সালে যুক্ত হয় সংশোধনী। সেই সংশোধিত আইনের ১০-সি অনুযায়ী কোনও শিক্ষককে যেখানে খুশি বদলি করতে পারে সরকার। যে সরকারি বদলির সিদ্ধান্ত কার্যকর করবে এসএসসি। মূলত এই ধারাটির বৈধতা এবং ন্যায্যতা চ্যালেঞ্জ করে সেকেন্ডারি টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
মামলা দায়ের হওয়ার পর দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত জানিয়েছে, এসএসসি মনে করলে কোনও শিক্ষককে যে কোনো জেলায় দরকার মতো বদলি করতে পারে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টও ঐ সংশোধনী আইনকে মান্যতা দিয়েছিল। এমন বদলি ব্যবস্থা বন্ধ করা হলে প্রতিটি বদলির শর্ত যুক্ত কর্মীরাই সেই সুযোগ নিতে চাইবে। ফলে কাউকেই দরকারেও বদলি করা যাবে না। বলেছিল হাইকোর্ট।
আরও পড়ুন: ছত্তিশগঢ়ে মাওবাদী অভিযানে সাফল্য
সেই রায় চ্যালেঞ্জ করে বলা হয়, চাকরির সময় দেওয়া শর্ত পরবর্তীকালে এমন সংশোধিত আইন দ্বারা ছেঁটে ফেলা যায় না। অথচ নয়া আইন অনুযায়ী শুধু জেলার মধ্যে নয়, দূরবর্তী জেলাতেও সরকার চাইলে বদলি করে দিতে পারে।
আরও খবর দেখুন