নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। গত বছর বিহার বিধানসভায় পাশ হয়েছিল নতুন বিল। সংশোধিত হয়েছিল বিহারের সংরক্ষণ আইন। তাতে অনগ্রসর শ্রেণির জন্য ৬৫ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছিল।
বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিহার সরকার। হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনও স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল শীর্ষ আদালত। বিহার সরকার তফশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চশিক্ষার জন্য এবং সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যেত।
আরও পড়ুন: সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবী
আরও খবর দেখুন