কলকাতা: হাওড়া স্টেশনে (Howrha Station) ঢোকার মুখে ওভারহেডের তার জড়িয়ে বিপত্তি। আটকে গেল ট্রেন (Train)। দীর্ঘক্ষণ ভোগান্তি যাত্রীদের। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাউন খড়গপুর লোকালের ওভারহেডে তার জড়িয়ে বিপত্তি | যে ঘটনার জেরে বন্ধ হয়ে যায় দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল | শনিবার সন্ধ্যা 7: ৩০ টা থেকে 7: ৪৫ এর মধ্যে হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার মুখে ডাউন খড়গপুর লোকালের ঘটনা। ডাউন ট্রেন না ঢোকায় ছাড়েনি আপ ট্রেন | আটকে যায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ঘণ্টাখানেকের বেশি এই ভোগান্তি চলে।
আমতা লোকালের এক যাত্রী জয় ঘোষ এদিন বলেন, ১ ঘণ্টার উপর দাঁড়িয়ে আছি। ডাউন ট্রেন না ঢোকায় আপ ট্রেন ছাড়ছে না। সমস্যা হচ্ছে। মঙ্গল রায় নামে এক যাত্রী বলেন, প্রায় দিনই ট্রেন দেরিতে চলছে। তার উপরে আজকে এই সমস্যা হওয়ায় চরম ভোগান্তি হয়েছে আমাদের।
আরও পড়ুন: পার্টি অফিস খুলতেই বোমাবাজি, অভিযুক্ত বিজেপি
আরও খবর দেখুন