ত্রিপুরা: বিগত কয়েকমাস ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ফাটল চওড়া হচ্ছে। ইতিমধ্যে আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুতের বকেয়া বিল নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আর এবার ইউনুস সরকারের থেকে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা চাইল ত্রিপুরা সরকার। জানা গিয়েছে, বকেয়া বিল বাবদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ১৩৫ কোটি টাকা চাইল ত্রিপুরার রাজ্য সরকার। রবিবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতল নাথ জানিয়েছেন যে, ত্রিপুরা সরকার বিদ্যুতের বকেয়া বিল বাবদ বাংলাদেশের কাছ থেকে ১৩৫ কোটি টাকা পায়। তিনি এও জানিয়েছেন, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ত্রিপুরা সরকার বাংলাদেশের থেকে ৬ টাকা ৬৫ পয়সা করে নেয়। তবে এদিন একইসঙ্গে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন যে, বকেয়া বিদ্যুৎ বিলের টাকা বাংলাদেশ সরকার নিয়মিতভাবে মিটিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: ভারতের চরম পদক্ষেপ! ‘টেনশন’ বাড়বে ইউনুস সরকারের?
প্রসঙ্গত, বিদ্যুৎ পাঠানো নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন’-এর একটি চুক্তি হয়েছিল। ‘বিদ্যুৎ ব্যপার নিগম লিমিটেড’-এর তত্ত্বাবধানে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই বিদ্যুৎ চুক্তি মোতাবেক ‘ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড’ ‘বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড’কে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এর বিনিময়ে বাংলাদেশ সরকার ত্রিপুরা রাজ্য সরকারকে বিদ্যুতের বিল মিটিয়ে দেয়। তবে বিগত কয়েকমাসে এই বিলের অঙ্ক ক্রমেই বাড়তে শুরু করে। চলতি বছর মে মাসে বাংলাদেশের বকেয়া ১০০ কোটির গন্ডি ছাড়িয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল ‘ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড’। আর এবার বাংলাদেশকে এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য বলল ত্রিপুরা সরকার।
দেখুন আরও খবর: