পশ্চিম মেদিনীপুর: গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) অফিসের ভিতর চলছে বডি ম্যাসেজ। ভাত ঘুমে বেঞ্চে শুয়ে অঞ্চলের সচিব। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বান্দিপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ভিতর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাইরাল ছবিতে লক্ষ করা যাচ্ছে, এক জন যুবক পোশাক বিহীন অবস্থায় চেয়ারে বসে রয়েছেন হাত বাড়িয়ে। অপর ছবিতে লক্ষ করা যাচ্ছে একজন মহিলা রুমের ভেতর বেঞ্চে শুয়ে রয়েছেন।
যদিও বেঞ্চে শুয়ে থাকা ভাইরাল ছবিতে থাকা পঞ্চায়েত সচিব লক্ষী ঘোষ জানান অফিসে আসার পর আমি অসুস্থ হয়ে পড়ি, খুব জ্বর ছিল সেদিন আমি মাথা ঘুরিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার সদস্যরা আমাকে বেঞ্চে শুইয়ে দেই।
আরও পড়ুন: বিচ্ছিন্না স্ত্রীর সঙ্গে সালিশি সেন্টারে বসতে ওমর আব্দুল্লাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ভাইরাল ছবিতে থাকা যুবক অর্থাৎ অঞ্চল কর্মী সায়ন রায় বলেন, একটি বিষাক্ত পোকা আমাকে কামড়ে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ব্যাক্তি এসে আমাকে জামা খুলতে বলে আমি জামা খুলি। পেছন থেকে সেই ছবি তুলে রাজনৈতিক রঙ এবং মিথ্যে প্রচার করছে। যদিও এই ঘটনায় বান্দিপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি দলুই বলেন, আমি দেখেছি তদন্ত করে। কর্মীদের নিয়ে বসে বিষয়টি জেনে বলব। চন্দ্রকোনা ২ নং ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ বলেন, আমাদেরকেও লজ্জা লাগছে। ওই অঞ্চলে প্রধান বা যাঁরা অঞ্চল পরিচালনা করছে তাঁদের সঙ্গে দলের সম্পর্ক নেই। দলকে জানিয়েছি সমস্ত ঘটনা। যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। পাল্টা বিজেপির জেলা সম্পাদক সুদীপ কুশারী বলে,ন মানুষ যেখান থেকে পরিষেবা পাই তার কোনওটার আর অস্তিত্ব নেই। সবগুলোই তৃণমূলের পার্টি অফিস আর পার্লারে পরিণত হয়েছে।
আরও খবর দেখুন