আরামবাগ: খানাকুলে রূপনারায়ণ নদীর (Rupnarayan River) জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ঘাটালের দিক থেকে শিলাবতী ও আরামবাগের দিক থেকে দ্বারকেশ্বর এই দুই নদীর মিলিত জলে ব্যাপক ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ। খানাকুলের বন্দর-ধান্যঘরীতে দ্বারকেশ্বর ও ঘাটালের শিলাবতী নদী এই স্থানে মিলিত হয়ে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে। আর এখান থেকেই রূপনারায়ণ বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই খানাকুলের ধান্যঘরী ঘুটেপাড়াতে দ্বারকেশ্বরের বাঁধে ফাটল দেখা দিয়েছে। এলাকার মানুষ বাঁধ মেরামতির চেষ্টা করছে। রূপনারায়ণ থেকে বিভিন্ন খাল বিল দিয়ে হু হু করে জল ঢুকছে খানাকুলের বিভিন্ন গ্রামে। সোমবার বিকালে খানাকুলের তালিত ও বন্দিপুরে দ্বারকেশ্বরের দুই জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে বন্দর থেকে ৮ কিলোমিটার দূরে খানাকুলের পানশিউলিতে দামোদরের শাখা নদী মুণ্ডেশ্বরী রূপনারায়ণে মিশেছে। একদিকে রূপনারায়ণের জলের চাপ অন্যদিকে মুন্ডেশ্বরী হয়ে ডিভিসির ছাড়া জল খানাকুলে ঢোকামাত্রই ভয়াবহ রূপ নেবে বন্যা পরিস্থিতি। বেশ কিছু মানুষ বন্যায় আটকে পড়েছিল। তাদেরকে জাতীয় বিপর্যয় মোকাবিলার কর্মীরা উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে গিয়েছেন।
ইতিমধ্যেই পানশিউলি বাজার জলের তলায়। হু হু করে জল ঢুকছে খানাকুলের বিভিন্ন গ্রামে। বন্দরের বাঁধে ফাটল দেখা দিয়েছে। তড়িঘড়ি মেরামতের চেষ্টা করছেন স্থানীয় মানুষ।এই এলাকাতেই বাঁধ ভেঙে বড় বিপদ ঘটেছিল খানাকুলের ধান্যঘোড়ি এলাকায়। অপর দিকে খানাকুলের যে অংশে বাঁধ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতি করেছে সেখানে এদিন তারকেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় হাজির হন। তাঁকে ধরে বিক্ষোভের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন মহিলারা।
আরও পড়ুন: রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দেবেন শেখ হাসিনা, নিউইয়র্কে সমর্থকদের উচ্ছাস
আরও খবর দেখুন