কলকাতা: বিজেপির মহিলা মোর্চার মিছিল (BJP Mahila Morcha march) ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ মহিলা মোর্চার। রাজ্য মহিলা কমিশনে (West Bengal Commission for Women) ‘তালা লাগাও’ কর্মসূচীর ডাক দিয়ে পথে নামল বিজেপির মহিলা মোর্চা। এদিন অগ্নিমিত্রা, লকেট, দেবশ্রী চৌধুরীদের নের্তৃত্বে অভিযান হয়। মিছিল শুরুর আগেই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। নিক্কো পার্কের কাছে লকেট ছট্টোপাধ্যায়কে আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মিছিলকে ঘিরো যাতে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে নজর রেখে কাজ্য মহিলা কমিশের দফতরের সামনে মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ বাহিনী।
আরও পড়ুন: রেলের কর্তব্যরত ২ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ
আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পদত্যাগের দাবি জানিয়ে পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা। রাজ্য মহিলা কমিশনের কোনও অস্তিত্ব নেই। মিছিল থেকে প্রশ্ন তোলেন দেবশ্রী চৌধুরী। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপির মহিলা মোর্চার। পুলিশের ব্যারিকেডে আটকাতেই রাস্তায় বসে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা। মহিলা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, বলেন সকেট চট্টোপাধ্যায়। নিজে মুখ যখন বন্ধ রেখেছেন। বাংলার জন্য মুখ খুলুন, নাহলে মহিলা কমিশন অফিসটা বন্ধ করে দিন।
দেখুন ভিডিও