পশ্চিম মেদিনীপুর: রাজ্যে নির্বাচন ঘিরে হিংসার ছবি এবার সমবায় সমিতিকে ঘিরেও।সমবায় সমিতির নির্বাচনে (Samabay Samiti Election) ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা। মাথা ফাটলো সমবায় বাঁচাও মঞ্চের এক কর্মীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সুলতাননগর জ্যোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৩১ টি আসনে আজ, রবিবার নির্বাচন। ৩ টি বুথে ৩১ টি আসনের নির্বাচন। জটাধরপুর বুথে হঠাৎই দেখা দেয় তুমুল উত্তেজনা। অভিযোগ ভোট দিতে ঢুকছে বহিরাগতরা। এলাকার মানুষের অভিযোগ বেশ কিছু ভোট দিয়েওছে তারা। এলাকার মানুষ বহিরাগতদেরকে আটকাতেই শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল বচসা।
এলাকাবাসীর দাবি, পুলিশ থাকা সত্ত্বেও কেন এভাবে বহিরাগতরা ছাপ্পা ভোট দিতে আসবে। পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। মাথা ফাটলো এক ব্যক্তির। অপরদিকে পুলিশের সামনেই একজনকে মারধর দিয়ে পুলিশ গাড়িতে তুলে দিল ক্ষিপ্ত জনতা।
আরও পড়ুন: দিলীপের ছোঁয়া? ভোট মিটতেই পুরনো কর্মীদের নিয়ে বৈঠক সুকান্তর
আরও খবর দেখুন