নয়াদিল্লি: দিল্লির পদপিষ্টের (Delhi stampede) ঘটনায় ভারতীয় রেলের (Indians Railway) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের প্রশ্ন, আসন না থাকলেও কিভাবে এত বেশি সংখ্যক টিকিট বিক্রি করা হল?
প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় (Chief Justice DK Upadhyay) ও বিচারপতি তুষার রাও গেদেলার (Justice Tushar Rao Gedela) ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলেন, আসন সংখ্যার থেকেও বেশি টিকিট (Tiket) বিক্রি হল কিভাবে? একটি কোচে যাত্রীর সংখ্যা নির্দিষ্ট তার পরেও কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল?
দিল্লি পদপিষ্টের ঘটনায় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলায় অভিযোগ করা হয়েছে, দিল্লি-প্রয়াগরাজ রুটে একযোগে একাধিক দূরপাল্লার ট্রেনের যাওয়া আসার কারণে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় হয়। জনস্বার্থ মামলায় বলা হয়েছে, মহাকুম্ভ চলাকালীন সমস্ত আইন কঠোরভাবে কার্যকর করা উচিত ছিল রেলের। হুড়োহুড়িতে এই পদপিষ্টের ঘটনা ঘটে।
আরও পড়ুন: “৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন…,” মমতাকে নিশানা যোগীর
আদালতের বেঞ্চ, এদিন রেলওয়ে বোর্ডকে নির্দেশ দিয়েছে দ্রুত তারা বিষয়টি পর্যালোচনা করে, হলফনামা জমা দিয়ে জানাক, সেখানে কী কী পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী শুনানির দিন ২৬ মার্চ।
হাইকোর্ট এই মামলায় জানিয়েছে, এই জনস্বার্থ মামলা রেলওয়ে আইন, বিশেষত ধারা ৫৭ ও ১৪৭ কে লঙ্ঘন করেছে। ৫৭ এবং ১৫৭ ধারার কথা উল্লেখ করে আদালত বলে, একটি বগিতে সর্বোচ্চ কত জন যাত্রী তোলা যাবে, তা পূর্বনির্ধারিত। এর হেরফের করা যায় না ধারা ৫৭ অনুযায়ী, প্রতিটি রেল স্টেশনে অবশ্যই এমন ব্যবস্থা রাখতে হবে যে, কোনও কামরায় যাতে নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি যাত্রী সেখানে যাতায়াত করতে পারবে না।
ভারতীয় ন্যায় সংহিতার ২১ নম্বর ধারা অনুযায়ী জীবনের ধারাকেও লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ।
রেলের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যে সব অভিযোগ উঠে আসছে তা পরীক্ষা করুক রেল। ভবিষ্যতে কীভাবে এমন পরিস্থিতির সামাল দেওয়া যায় তা জানতে চেয়েছে আদালত।
তুষার মেহতা আরও জানান, তিনি কোনও পক্ষ নিচ্ছেন না। তবে তিনিও সহমত যে, দিল্লির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনও রকম আর্থিক সাহায্যই এই ক্ষতি পূরণ করতে পারে না।
গত ১৫ জানুয়ারি নয়াদিল্লি স্টেশনে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তাতে মহিলা ও শিশু-সহ মোট ১৮ জন যাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা (Public Interest Litigation in Delhi High Court) দায়ের করেন আইনজীবী আদিত্য ত্রিবেদী।
দেখুন অন্য খবর: