নদিয়া: রাজ্যে ভোটকে (Vote) ঘিরে হিংসার বাতাবরণের অভিযোগ বারবার অভিযোগ উঠেছে। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ও পুরসভার ভোটে এই অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীদের অভিযোগ, শাসকদল তৃণমূল সন্ত্রাস চালিয়েছে। এবার সেই অভিযোগ থেকে বাদ গেল না কৃষি উন্নয়ন সমিতির (Krishi Unnayan Samiti) স্থানীয় ভোটও। নদিয়ায় এই সমিতির ভোটকে ঘিরেও রবিবার উত্তেজনা, বোমাবাজির অভিযোগ উঠল।
ঘটনায় এদিন সকালে নদিয়া জেলার দৈয়ের বাজার এলাকায় বিক্ষোভ দেখালেন বিরোধীরা। তাঁরা পথ অবরোধও করেন। এদিন দৈয়ের বাজার মহারাজপুর কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। শনিবার রাত থেকেই বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠল। বিরোধী দলগুলির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ভয় দেখিয়েছে। হুমকি দিয়েছে। তবে এই বিষয়ে মহৎপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল কুমার মণ্ডল বলেন, জনসমর্থন হারিয়ে বিরোধীরা পথ অবরোধ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলেছেন। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়, সারা রাত ধরে তৃণমূলের সন্ত্রাস চলেছে। তাদের দুষ্কৃতী বাহিনী সারারাত ধরে বোমাবাজি করেছে। ভোটারকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছে। তবে তাঁরা আশাবাদী যে মানুষ যদি ভোট দিতে পেরে থাকেন সেখানে তাঁরাই জিতবেন। প্রশাসনের তরফ থেকেও তাঁদেরকে আশ্বস্ত করা হয়েছে। অভিযোগ, বেলা গড়াতেই ভোট শুরু হলে বিরোধীদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনায় দফায় দফায় উত্তেজনা বাড়ে। পরে পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন: অজয় নদের জলে ভেসে গেল অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন দুই জেলা
আরও খবর দেখুন