কলকাতা: বাংলাদেশে (Bangladesh) যে সরকারে থাকবে তার সঙ্গে ভারতের সম্পর্ক বজায় থাকবে। জানালেন ভারতের বিদেশসচিব এস জয়শঙ্কর (S Jaishankar)। শুক্রবার জয়শঙ্কর বলেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু, সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।
এদিন দিল্লিতে ভারতের বিদেশনীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারতের বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব রাজীব সিক্রির লেখা স্ট্র্যাটেজিক কনানড্রামস: রিশেপিং ইন্ডিয়ান ফরেন পলিসি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মায়ের বকুনি, আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র
অনুষ্ঠানে বিদেশমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই জানেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে গিয়েছে। আর সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।
আরও খবর দেখুন