তামিলনাড়ু: পরিবার নিয়ে বেশ সুখেই কাটছিল জীবন। কিন্তু শান্তি আর বেশিদিন সইল না তামিলনাড়ুরে পানের সেলভামের (Panneer Selvam) জীবনে। তিরিশ বছর আগে ৬০ টাকা চুরির অপরাধে গ্রেফতার হতে হল তাকে।
মাদুরাই পুলিশের (Madurai police) একটি বিশেষ দল গিয়ে পানেরকে গ্রেফতার করেছে। ধৃত পানের ১৯৯৭ সালে একটি ডাকাতিতে যুক্ত। সেই ঘটনায় ৬০ টাকা চুরি করেছিল সে।
বর্তমানে অভিযুক্ত পানের তামিলনাড়ুতে তার পরিবার নিয়ে শিবকাসি এলাকায় থাকত। পুলিশ এতদিনে তার হদিশ পেয়ে তাকে গ্রেফতার করেছে। পানের ৫৫ বছর বয়সের একজন প্রৌঢ়। ছদ্মবেশ ধারণ করে মাদুরাই জেলার পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন:প্রাণভয়ে বাঙ্কারে লুকিয়ে নেতানিয়াহু
দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলি ট্র্যাক করতে সহকারি কমিশনার সূরকুমারের অধীনে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। তখনই সামনে থেপ্পাকুলাম থানায় ডাকাতির ঘটনা। সেই ডাকাতির ঘটনায় অভিযুক্ত পানের সেলভাম ৬০ টাকা চুরি করে পালিয়ে যায়।
পানেরের খোঁজে তদন্তকারি দল প্রথমে জাক্কাথোপ্পু যায়, পুলিশ জানতে পারে সেলভাম এখন শিবকাশিতে থাকে। সেখানে সে পরিবারে সঙ্গে থাকে। পুলিশ ছদ্মবেশে গিয়ে তাকে গ্রেফতার করে।
দেখুন অন্য খবর: