skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollএটা আমার শেষ চেষ্টা, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী
RG Kar Medical College Incident

এটা আমার শেষ চেষ্টা, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ মমতার

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি। সব দাবি বিচার করব। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) ধরনা মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের দাবিগুলি সরকার বিবেচনা করবে।

সেখানে তিনি বলেন, আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও আমি ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়। বড় করা। এটা আমার শেষ চেষ্টা।

আরও পড়ুন: আমেরিকা দেউলিয়া হওয়ার পথে, সতর্কতা মাস্কের

এদিকে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তাঁরা আলোচনায় বসতে রাজি। সেই মোতাবেক নবান্নে ইমেল পাঠানো হয়েছে। সেই বার্তা এলে তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়ে বৈঠকে যাবেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular