ওয়েবডেস্ক: বিমসটেক বৈঠকে (BIMSTEC Summit 2025) আগেই ইউনুসের (Muhammad Yunus) বক্তব্যকে ঘিরে ভারত আর বাংলাদেশের মধ্যে দূরত্ব বাড়ল! ইউনুসের ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে (Bangladesh) এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্যরাজনীতি।
যার কড়া ভাষায় জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S. Jaishankar) । বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই দীর্ঘতম উপকূলরেখা ভারতের। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ‘স্থলবেষ্টিত’ দাবির বিরুদ্ধে জয়শঙ্করের সাফ জবাব এটি কোনও পক্ষপাতদুষ্ট বিষয় নয়।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। ইউনুসের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে অধীর আগ্রহ, বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে ইউনুস
এক সরকারি বিবৃতিতে, জয়শঙ্কর আরও বলেন যে ভারত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (BIMSTEC) সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে সচেতন। সর্বোপরি, আমাদের বঙ্গোপসাগরে (Bay of Bengal) দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, প্রায় ৬,৫০০ কিলোমিটার। ভারত কেবল পাঁচটি বিমসটেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, বরং তাদের বেশিরভাগকেই সংযুক্ত করে, বরং ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশও প্রদান করে।
বিদেশমন্ত্রী ভারতের ৬ হাজার ৫০০ কিলোমিটার উপকূলরেখা এবং পাঁচটি বিমসটেক সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উল্লেখ করেন।
স্পষ্ট করে দিয়ে বিদেশমন্ত্রীর বক্তব্য আমাদের উত্তর-পূর্ব অঞ্চল বিমসটেকের জন্য একটি ‘সংযোগ কেন্দ্র হিসেবে’ রয়েছে, যেখানে সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। আমরা এই বিষয়ে সচেতন যে, বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু পরিষেবা বজায় রাখার জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূ-কৌশলগত বিষয়কে মাথায় রেখে, আমরা গত দশকে বিমসটেক-কে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছি। আমাদের বিশ্বাস সহযোগিতা আর সমন্বিত দৃষ্টভঙ্গি চেরি-পিকিং (পক্ষপাতদুষ্ট) বিষয় নয়।
উল্লেখ্য, সম্প্রতি চার দিনের চীন সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা আলোচনা হয়। সেখানে ইউনুস বলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনও উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ।”
দেখুন অন্য খবর: