কলকাতা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপর থেকে বাংলাদেশে (Bangladesh) হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু, হাসিনার দল আওয়ামি লিগের (Awami League) নেতা কর্মীদের টার্গেট করা হয়। বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মন্দিরে হামলা হয়। সেই ঘটনায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে। ইতিমধ্যে সেনার উদ্যোগে বাংলাদেশে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সংখ্যালঘুরা বিক্ষোভ দেখাল ঢাকায়। মুহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। সেনা বাধা দিতে এলে সেনার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এই ঘটনায় নতুন করে পারদ চড়েছে।
বাংলাদেশ সেনার উপর চড়াও হওয়ার এই ঘটনায় নতুন করে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুরা সমাবেশ করছেন। ইতিমধ্যে গোপালগঞ্জে আওয়ামি লিগের কর্মী সমর্থকেরা সেনার গাড়ি পুড়িয়ে দিয়েছে। তাঁদের বিক্ষোভ থেকে বাঁচতে একটি বাড়িতে আশ্রয় নেয় সেনা। এবার সেনা সংখ্যালঘুদের বিক্ষোভের মুখে পড়ায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। বাংলাদেশে এখন ৮ শতাংশ হিন্দু রয়েছে। সব মিলিয়ে সেই সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ প্রায়। অত্যাচারিত হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে মুহাম্মদ ইউনুস বাংলাদেশে সবার সমান অধিকারের কথা বলেছেন। তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। মুসলিম সমাজের মানুষ রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন সেই ছবিও উঠে এসেছে।
আরও পড়ুন: ট্রেনে বোমা আছে বলে ফোন, নামখানার যুবক গ্রেফতার
আরও খবর দেখুন