কলকাতা: হাইকোর্ট (High Court) নিযুক্ত চিটফান্ড কমিটির (Chit Fund Committee) চেয়ারম্যানের পদে বড়সড় পরিবর্তন। এতদিন এই পদের দায়িত্বে ছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। এবার সেই জায়গায় এই দায়িত্বে এলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার (Retired Justice Subrata Talukder)
আগামী বছরের ১ জানুয়ারি থেকে দায়িত্ব সামলাবেন বিচারপতি সুব্রত তালুকদার। আদালত সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন বিচারপতি শৈলেন্দ্র তালুকদার। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটছিল। তাই নিজের ওই পদ থেকে সরে যেতে চেয়েছিলেন।
আরও পড়ুন: আদানি ইস্যুতে সংসদ অচলের পক্ষে নয়, অধিবেশনে মানুষের সমস্যা তুলবে তৃণমূল
বিচারপতির সেই আবেদন মেনেই চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে বড়সড় রদবদল করলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, সারদা মামলা ঘিরে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। সময়টা ছিল ২০১৩। তার পর থেকেই ভুয়ো অর্থলগ্নি সংস্থাগুলির পর্দা ফাঁস হতে থাকে। এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। চিটফান্ড সম্পর্কিত সমস্যাগুলির নিষ্পত্তিতে হাইকোর্ট চিটফান্ড কমিটি গড়ে। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলান বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার।
বিচারপতি তালুকদার জানিয়েছেন, দীর্ঘ দশ বছর ধরে কাজ করেছি। এবার আর শরীর দিচ্ছে না, তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছি হাইকোর্টকে। এখন একটা সিস্টেম তৈরি হয়েছে। কাজ অনেক সহজ হবে।
দেখুন অন্য খবর: