ওয়েবডেস্ক: বিমানে (Indigo Flight) যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ, মাঝ আকাশে চাকা ফেটে যাওয়া, বিমান সেবিকা থেকে যাত্রীদের সঙ্গে অভব্যতা একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এবার সমস্ত কিছুকে ছাপিয়ে গেল চুরির অভিযোগ ! হ্যাঁ বিমানের মধ্যে চুরির (theft) অভিযোগ উঠেছে এক ক্রুয়ের বিরুদ্ধে। পাঁচ বছরের এক শিশুর গলা থেকে সোনা হার চুরি হয়ে গেছে। সেই অভিযোগের তীর ওই ক্রু সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুতে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারিণী প্রিয়াঙ্কা মুখার্জি (Complainant Priyanka Mukherjee) জানিয়েছেন, তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে তিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইট 6E 661-এ করে যাচ্ছিলেন। বিমানে থাকা এক কেবিন ক্রু, না অদিতি অশ্বিনী শর্মা (Aditi Ashwini Sharma) , তাঁর এক সন্তানকে টয়লেটের দিকে নিয়ে যান। এরপরই শিশুটির গলা থেকে ২০ গ্রাম ওজনের, আনুমানিক ৮০,০০০ টাকা মূল্যের সোনার চেনটি উধাও হয়ে যায়।
আরও পড়ুন: মনমোহন সিংয়ের নামে ফেলোশিপ প্রোগ্রাম শুরু করল কংগ্রেস
ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “তিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইট 6E 661-এ আমাদের এক কর্মীর সঙ্গে জড়িত একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সম্পূর্ণ সহযোগিতা করা হবে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে যখন প্রিয়াঙ্কা মুখার্জি ১ এপ্রিল তিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুতে ইন্ডিগোর একটি বিমানে উঠেছিলেন, যেখানে তার কলকাতার একটি সংযোগকারী ফ্লাইট ছিল। আমি অদিতিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু সে অস্বীকার করে।
দেখুন অন্য খবর: