মুম্বই: হুমকি পিছু ছাড়ছে না বলিউড ভাইজানের। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকেই হুমকির (Threat call) জেরে নাজেহাল বলি তারকা সলমন খান (salman khan) । আগে ২ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়ছিল তাকে। ফের পুলিশের কাছে মেসেজ এল। এবারেও সেই লরেন্স বিষ্ণোই-এর গ্যাং-এর তরফে সলমনকে মেসেজ দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। তবে এবার হুমকি ফোনে টাকার পরিমাণ বেড়েছে। ২ কোটির বদলে পাঁচ কোটির দাবি। টাকা না দিতে পারলে ক্ষমা চাইতে হবে বলি তারকাকে।
মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে যে মেসেজ এসেছে, তাতে লেখা রয়েছে, “লরেন্স বিষ্ণোই-র ভাই বলছি। যদি সলমন খান জীবিত থাকতে চান,তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা পাঁচ কোটি টাকা দিতে হবে। আমাদের কথা না শুনলে মেরে ফেলব। আমাদের গ্যাং এখনও সক্রিয় আছে।
আরো পড়ুন: আন্দাজ আপনা আপনা-র ৩০ বছর
গত এপ্রিল থেকে অভিনেতার পিছু নিয়েছে এই হুমকি ফোন। যার জেরে নাস্তানাবুদ বলি তারকা। তাঁর বান্দ্রার বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল সেই সময়। সেই ঘটনাতেও হাত ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। গত অক্টোবরে সেই গ্যাং-এর হাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাবা সিদ্দিকির।
তার পর থেকে সলমনের নিরাপত্তা প্রশ্নের মুখে। এখানেই শেষ নয়, নয়ডা থেকে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবক সলমন খান ও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দিয়েছিল। এই হুমকি ফোনের চক্করে এক সবজি বিক্রেতাকেও গ্রেফতার করেছে পুলিশ।
দেখুন অন্য খবর: