ঝাড়গ্রাম: হাসপাতালে থ্রেট কালচার নিয়ে প্রতিবাদ করেছিলেন। চাকরি বাঁচাতে ওই চিকিৎসক-অধ্যাপকরা দুর্নীতিতেও মদত দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন। ঝাড়গ্রামের হাসপাতালে প্রতিবাদী চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঝাড়গ্রামের একটি হোটেলের ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। মৃত চিকিৎসকের নাম দীপ্র ভট্টাচার্য।(Deepra Bhattacharya)
তিনি ঝাড়গ্রাম হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ছিলেন। আরজি করের RG Kar) প্রাক্তনী ছিলেন দীপ্র। বরাবরই প্রতিবাদী বলে পরিচিত ছিলেন। দুর্নীতির সঙ্গে আপোস করে চলেননি। সরব হন হাসপাতালে চলা থ্রেট কালচারের বিরদ্ধে। দীপ্র ভট্টাচার্য ছিলেন সিনিয়র অ্যানেস্থেসিস্ট। তিনি ঝাড়গ্রাম হাসপাতালে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:আরজি কর মামলা পশ্চিমবঙ্গেই শুনানি, স্থানান্তরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
তিনি একটি হোটেলে থেকে কাজ করতেন। সেই হোটেল থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৩ মিনিটে হাসপাতালের অ্যানেস্থেসিস্ট চিকিৎসকদের গ্রুপে একটি দীর্ঘ মেসেজ পোস্ট করেন। সেই পোস্টে লিখেছিলেন, বছর দেড়েক আগেও তিনি আরজি করে ছিলেন। আরজি করের চিকিৎসক-অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার কথা জানান। এমনকি চাকরি বাঁচাতে ওই চিকিৎসক অধ্যাপকরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ করেন।
১২.১৩ মিনিটের পর থেকে দীপ্র’র বন্ধুরা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, হোয়াটস অ্যাপে মেসেজ পাঠান, কিন্তু ফোন সুইচ অফ বলে। বন্ধুরা দীপ্রর হোটেলের ঠিকানা জানতেন, দরজা ভেবে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর: