skip to content
Friday, January 17, 2025
HomeScrollতাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি! বাড়ানো হল নিরাপত্তা
Taj Mahal

তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি! বাড়ানো হল নিরাপত্তা

ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা

Follow Us :

উত্তরপ্রদেশ: বোম মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি এল। টুরিজিম বিভাগের কাছে এই হুমকি মেল আসে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন টুরিজিম বিভাগ। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা। ইমেল মারফত এই হুমকি ইমেল আসে টুরিজিম বিভাগের কাছে।

আজ হঠাৎই হুমকি ইমেল আসে। যার জেরে বোমাতঙ্ক ছড়ায় তাজমহল জুড়ে। প্রত্যেকদিনের মত আজও তাজমহল চত্বর জুড়ে ভিড় করেন পর্যটকেরা। আর তারই মধ্যেই উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ইমেলে একটি তাজমহল বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তড়িঘড়ি সিআইএসএফের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয় তাজমহল জুড়ে। তদন্তের জন্য আনা হয় কুকুরও।

আরও পড়ুন: পৃথিবীতে আছড়ে পড়বে গ্রহাণু! কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা? 

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই হুমকি মেল আসতে দেখা যায় বিভিন্ন স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল। আর এবার হুমকি মেল এল ভারতের বহুল প্রচলিত পর্যটন কেন্দ্র তাজমহলে।

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে বিগত কয়েক মাস ধরে বোমাতঙ্কের হুমকি মেল আসতে দেখা যায়, ঠিক তেমনভাবেই এবারও অনুমান করা হচ্ছে ভুয়ো হুমকি কল আসে তাজমহল উড়িয়ে দেওয়ার। কিন্তু এবার প্রশ্ন উঠছে কোন দল বারবার বোমাতঙ্কের হুমকি দিচ্ছে? তদন্তকারী দলের পক্ষ থেকে জানানও হয় শুধুমাত্র হুমকি সৃষ্টি করার জন্যই এই মেল করা হয়েছিল।

গোটা ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়েনি বলে জানানও হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে যেহেতু ঘটনাস্থল তাজমহল তাই প্রশাসন কোন ধিলেমি দিতে চাইছেনা। ইতিমধ্যেই বাড়ানও হয়েছে তাজমহল এলাকার নিরাপত্তা।

দেখুন অন্য খবর

 

RELATED ARTICLES

Most Popular