নদিয়া: আরজিকর হাসপাতালের (RG Kar Hospital) সেমিনার রুমে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয় এক মহিলা ডাক্তারকে (Doctor)। সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে সারা রাজ্যের পাশাপাশি সারাদেশে চলছে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ। নদিয়া জেলার পাশাপাশি কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিল। গত শনিবার স্কুল প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে আজ সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তখন দেখে বিদ্যালয়ের দেওয়ালে ও গেটে হুমকি দিয়ে পোস্টার পড়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্র-ছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্কুল প্রাঙ্গণে ছড়ায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। অভিভাবকরা এই খবর পেয়ে তারাও আতঙ্কিত হয়ে পড়েন ।
অভিভাবকরা জানান, তাঁদের লক্ষীর ভান্ডার প্রয়োজন নেই। সেই টাকায় নিরাপত্তা সুনিশ্চিত করুক মুখ্যমন্ত্রী । বিদ্যালয়ের ছাত্রীরা এই পোস্টার বা হুমকিতে কোনওভাবেই ভীত নয় । তারা বলে প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত তবু তারা আন্দোলন থেকে এক ফোঁটা সরবে না যতদিন না দোষীরা শাস্তি পায় । ছাত্রীরা ক্ষোভের সঙ্গে বলে, তাদের কন্যাশ্রীর টাকার দরকার নেই। তারা চায় নিরাপত্তা।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বাঁদরের আক্রমণে আহত আইনজীবী
আরও খবর দেখুন