রায়পুর: মাওবাদী (Maoists) দমনে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬ সালকে ডেডলাইন বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সেই আবহে ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রাণ হারালেন তিন মাওবাদী।
শুক্রবার সকাল থেকে ছত্তীশগড়ের সুকমা বিজাপুরের সীমার উসুর -বসাগুড়া ও পামেড এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। পাল্টা গুলি চালায় মাওবাদী। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় তিনি মাওবাদী।
আরও পড়ুন: হাসিনা দেশ ছাড়ার পর প্রথম কর্মসূচি আওয়ামি লিগের, পাল্টা হুঁশিয়ারি সরকারের
বিজাপুরের পুলিশ সুপার জানিয়েছেন, শুক্রবার সিআরপিএফের বিশেষ দল কোবরা, সেনা, পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। সেনা জওয়াররা সবাই সুরক্ষিত আছে বলে জানা গেছে।
চলতি বছরে ছত্তিশগড়ে পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মাওবাদ সমস্যা ১৭ হাজার প্রাণ কেড়ে নিয়েছে। মাও দমনে একটি শক্তিশালী ও নিমর্ম কৌশল প্রয়োজন। শাহ বলেছেন, গত ১০ বছরে মাওবাদী সহিংসতার ঘটনা ৫২ শতাংশ, এই ঘটনায় মৃত্যু ৭০ শতাংশ কমেছে, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ৯৬ থেকে কমে দাঁড়িয়েছে ৪৫-এ।
দেখুন অন্য খবর: