skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollমহারাষ্ট্র নির্বাচনে বিপাকে বিজেপি, দেখুন বড় আপডেট 
Maharashtra Assembly Election 2024

মহারাষ্ট্র নির্বাচনে বিপাকে বিজেপি, দেখুন বড় আপডেট 

মহারাষ্ট্রে বিরোধীদের আসনরফা চূড়ান্ত

Follow Us :

মুম্বই: মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট তৈরি হল। বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ীর (Maha Vikas Aghadi) তিন শরিক কংগ্রেস, উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবশেনা ও শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপির মধ্যে আসন রফা হয়েছে। ইতিমধ্যেই ২৮৮টি আসনেরপ মধ্যে ২৬৩ আসন রফা হয়েছে। ২৫টি আসন নিয়ে এখনও জট কাটেনি। বাকি আসন নিয়ে শরিকদের মধ্যে আলোচনা চলছে। মারাঠা ভূমে বিজেপিকে চাপে রাখতে এই জোটে কার্যকরি হবে কি না তা বলবে ভোটের ফল।

গত কয়েক বছরে মহারাষ্ট্রের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। সে রাজ্যের বড় দুই শক্তিশালী রাজনৈতিক দল দুভাগে বিভক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতা হওয়া নিয়ে জল কোন দিকে গড়ায় সেদিকে নজরছিল সকলের। বৃহস্পতিবার রাতে উদ্ধবসেনার সঞ্জয় রাউত এবং এনসিপির জয়ন্ত পাতিল, জিতেন্দ্র আহিরওয়াড়ের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। বৈঠকে প্রায় ২৬০ আসনে রফা চূড়ান্ত হয়েছে বলে খবর। ২৫ আসনে রফা হয়নি। তিন শিবিরেরই বাকি ২৫ আসনের দাবি করেছে। এই আসনগুলিতে সমস্যা মেটাতে খোদ মল্লিকার্জুন খাড়গে, উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার আসরে নামবেন। মহারাষ্ট্রে কংগ্রেস ১০০টি আসনে, উদ্ধব সেনা ৯০-১০০টি আসনে লড়তে চলেছে। এনসিপির শরদ লড়তে পারে ৭০-৮০ আসনে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্বস্তি সদগুরুর যোগা সেন্টারের

আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে (Maharashtra Assembly Election 2024) ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। বিজেপি,একনাথ শিন্ডের শিবসেনা ও এনসিপির অজিত গোষ্ঠীর মহাজোট হয়েছে। সূত্রের খবর, শাসকজোটও আসনরফা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বিজেপি ১৫০-১৫৫টি, শিন্ডেসেনা ৯০-৯৫টি, এনসিপি (অজিত) ৪০-৪৫টিতে লড়বে।

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular