বরেলি: ফের গুগল ম্যাপে দেখানো শর্টকাট রাস্তায় গাড়ি চালিয়ে বিপদে পড়লেন ৩ যাত্রী। কয়েকদিন আগেই যোগীরাজ্যে গুগল ম্যাপের ভুলে প্রাণ হারিয়েছিলেন দুই ভাই। এবারেও ঘটনাস্থল উত্তরপ্রদেশ। দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে গুগল ম্যাপের শর্টকাট অনুসরণ করতে গিয়ে একটি গাড়ি সোজা গিয়ে পড়ল একটি শুকনো খালে। মঙ্গলবার উত্তরপ্রদেশের বরেলির কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে থাকা তিন যাত্রী গুগল ম্যাপের দেখানো একটি শর্টকাট রুট ধরে যাচ্ছিলেন। রাস্তার অবস্থা না জেনেবুঝেই তাঁরা গুগলের নির্দেশ অনুসরণ করতে থাকেন। বাস্তবে রাস্তার মাঝে একটি খাল থাকলেও ম্যাপে কিছুই দেখা যায়নি। তাই আচমকা গাড়িটি একটি শুকনো খালে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা ঘটনাটি দেখে দ্রুত পুলিশকে খবর দেন। ৩ যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণমন্দিরের বাইরে অকালি দলের প্রধানকে গুলি! ধৃত শ্যুটার
উত্তরপ্রদেশের একই জেলায় কয়েকদিন আগেও ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। নভেম্বর মাসে বরেলি জেলায় আরেকটি গুগল ম্যাপ-জনিত দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তখন একটি গাড়ি আংশিক নির্মিত ব্রিজ থেকে পড়ে রামগঙ্গা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার সময় গাড়িটি বরেলি থেকে বাদাউন জেলার দাতাগঞ্জে যাচ্ছিল। স্থানীয় প্রশাসনের মতে, বর্ষার সময় ব্রিজের সামনের অংশ ভেঙে পড়লেও এটি গুগল ম্যাপে আপডেট হয়নি। ফলে চালক ব্রিজটির ভগ্নাংশ সম্পর্কে ধারণা করতে পারেননি। সেই সঙ্গে ব্রিজে কোনও সুরক্ষা প্রাচীর বা সাইন বোর্ড না থাকায় দুর্ঘটনা প্রাণঘাতী হয়ে যায়। তারপর আবার একইরকমের ঘটনা ঘটল যোগীরাজ্যে।
দেখুন আরও খবর: