Placeholder canvas
HomeScrollখাবার খেয়ে অসুস্থ তিন ,সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন

খাবার খেয়ে অসুস্থ তিন ,সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন

বাড়ি ফেরার পরই তারা অসুস্থ হয়ে পড়েন ১১ জন

সিউড়ি: ভিন রাজ্যে খাবার খেয়ে অসুস্থ পালাঝুড়ি গ্রামের তিনজন। তাঁদের অসুস্থ অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাস্পাতালে (Siuri Super Specialty Hospital) ভর্তি করা হয়েছে। কালীপুজো উপলক্ষে গ্রামের ১১ জন বাজনা বাজাতে আসানসোল গিয়েছিলেন। মঙ্গলবার বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: বিরল ও অভিনব, আমেরিকার চিকিৎসা ব্যবস্থাকে ছাপিয়ে গেল বর্ধমান

সূত্রের খবর, কালীপুজো উপলক্ষে গ্রামের ১১ জন বাজনা বাজাতে আসানসোল গিয়েছিলেন। মঙ্গলবার বাড়ি ফিরে আসেন। অসুস্থরা জানান সোমবার বিষর্জনের দিন রাতে তাঁরা ভাত, ডাল, পাঁঠার মাংস খান । এরপরেই মঙ্গলবার সকাল থেকে অসুস্থতা বোধ করেন । সেই অবস্থাতেই তাঁরা বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়িতে ফিরতেই তাঁরা আরও বেশী অসুস্থ হয়ে পড়েন । এরপরেই ১১ জন স্থানীয় কুন্ডহিত স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন ৷ তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে সিউড়ি সুপার স্পেশালিটি আনা হয়। আপতত তিন জন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ।

আরও অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular

Recent Comments