Placeholder canvas
HomeScrollআমডাঙা পঞ্চায়েতে প্রধানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

আমডাঙা পঞ্চায়েতে প্রধানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে প্রধানের, দাবি অর্জুন সিংয়ের

বারাসত: আমডাঙা পঞ্চায়েতে প্রধানকে (Amdanga Panchayat Pradhan ) লক্ষ্য করে বোমা (Bomb) মারার অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছে আমডাঙা পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল।প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাবি করছেন হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান রূপচাঁদ মন্ডল কামদেবপুর হাটে দোকানে বসে ছিলেন। আচমকা একটা ফোন আসে তারপরেই রাস্তা পার করছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে কেউ বা কারা বোমা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রূপচাঁদ মন্ডল। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বারাসাতের একটি বেসরকারি ভর্তি করা হয়। যদিও সাংসদ অর্জুন সিং দাবি, হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বভারতীতে নতুন ফলক বসানোর নির্দেশ কেন্দ্রের

তবে পুলিশ সূত্রে তার মৃত্যু এখনও নিশ্চিত করা হয়নি। কে বা কারা কি উদ্দেশ্যে এই পঞ্চায়েত প্রধানকে খুন করার চক্রান্ত করল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular

Recent Comments