সুন্দরবন: ফের সুন্দরবনে (Sundarban) বাঘের আক্রমণে মৃত্যু। সুন্দরবনের বাঘের আক্রমণে মৃত মৎস্যজীবী। মৃত মৎস্যজীবী অজয় সর্দার। সূত্রের খবর, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু। শুক্রবার ভোরবেলায় কাঁটামারি গ্রামের দেহ নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ভোরের অন্ধকারে ফার্মে ভয়াবহ আগুন, পাঁচ হাজার হাঁসের মৃত্যু, ক্ষতি ১২ লক্ষ টাকার
ঘটনায় শোকাহত পরিবার। মৃতদেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন তাঁরা। শুক্রবার তাঁরা পীরখালির জঙ্গলে গিয়েছিল এবং সেখানেই পিছন থেকে এসে বাঘটি ঘাড়ে কামড়ায়। তাঁর সঙ্গীরা তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে। বাঁশ, লাঠি দিয়ে বাঘটিকে তাড়াও করে। তবে শেষরক্ষা হয়নি। তাঁকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনলেও, স্থানীয় হাসপাতাল তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেখুন আরও খবর: