skip to content
Saturday, April 26, 2025
HomeScrollঝাড়গ্রামে বাঘ আতঙ্ক! পর্যটকদের জন্য জারি করা হল নির্দেশিকা
Jhargram

ঝাড়গ্রামে বাঘ আতঙ্ক! পর্যটকদের জন্য জারি করা হল নির্দেশিকা

জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দু'দিন ধরে এক বাঘিনীর ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে

Follow Us :

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে দেখা মিলল বাঘিনীর! যার জেরে ইতিমধ্যেই ঝাড়গ্রাম প্রশাসনের পক্ষ থেকে জারি করা হল পর্যটকদের জন্য নির্দেশিকা। বাঘ আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্যেই এই নির্দেশিকা জারি করা হল ঝাড়গ্রাম প্রশাসনের পক্ষ থেকে।

জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দু’দিন ধরে এক বাঘিনীর ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে। জেলার সীমানা লাগোয়া গিধনি, জামবনী ও বেলপাহাড়ী রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দফতর। জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেল ৫টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে ছ’বছর আগের লালগড়ের জঙ্গলের রয়‍্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক, দুটোই ফিরে এসেছে।

আরও পড়ুন: সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা রাজ্যের 

ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, পার্শ্ববর্তী রাজ্যের বনবিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। কেউ নিয়ম না মানলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঝাড়গ্রাম বনবিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকেই জল্পনা বাড়ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টার পর জঙ্গল লাগোয়া পর্যটনকেন্দ্রে থাকা যাবে না। এমনকি বিনা অনুমতিতে খাটানো যাবেনা তাঁবু। শুধুমাত্র তাই নয়, জঙ্গলে আবর্জনা ফেললে ১১৫০ টাকা জরিমানা করা হবে। পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র ৫ কিমি দূরত্বে। ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয়। ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। চাকুলিয়া, বহরাগোড়া, ধলভূমগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে। ওড়িশা বন দফতরের একটি দল বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছে।

২০১৮ সালের মার্চ মাসে লালগড়ের বাঘঘোরার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনও ভুলে যাননি। জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গোরু, ছাগল উধাও হতে শুরু করেছিল। প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন, তা হায়না বা নেকড়ের কাজ। বনদপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায়। এতে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনবিভাগ বাঘটি ধরার সবরকম চেষ্টা চালায়। কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি। বাঘঘোরার জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল। দেহেও একাধিক ক্ষতর দেখা মেলে। যদিও ওই বাঘের মৃত্যুরহস্যে এখনও কিনারা হয়নি আজও।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | গ্রুপ-সি, গ্রুপ-ডি চাকরিহারাদের জন্য বিরাট ঘোষণা মমতার
00:00
Video thumbnail
SSC | Manoj Pant | সংবাদিক বৈঠকে মুখ্যসচিব, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Subhankar Sarkar | সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার
00:00
Video thumbnail
Stadium Bulletin | পঞ্জাবের বিরুদ্ধে কী চমক কেকেআর এর?
00:00
Video thumbnail
TRF | মিথ্যে অপবাদ! জ/ঙ্গি হা/মলার দায় অস্বীকার TRF-এর , উঠে এল চাঞ্চল্যকর তথ্য
00:00
Video thumbnail
Lahore | Airport | লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আ/গু/ন, বাতিল হয়েছে সব উড়ান
02:18
Video thumbnail
Pahalgam | NIA | পহেলগাম জ/ঙ্গি হা/ম/লায় নি/হত সমীর গুহর বাড়িতে তিন সদস্যের NIA আধিকারিক
02:43
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে সরাসরি
06:39:29
Video thumbnail
Top News | দুপুরের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
39:14
Video thumbnail
Jhantu Ali Sheikh | ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা, দেখুন এই ভিডিও
03:38