পুরুলিয়া: এখনও অধরা বাঘিনী জিনাত! পুরুলিয়ার রাইকা পাহাড়ের কোলে এখনও লুকোচুরি খেলে বেড়াচ্ছে বাঘিনী। ছাগলের টোপেও হলনা কাজ।
বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসে এক বাঘিনী চড়ে বেড়াচ্ছে ঝাড়খণ্ড, ওড়িশা সীমান্তে। কিন্তু তারপরেই সে ঝাড়খণ্ড, ওড়িশা সীমান্ত ছাড়িয়ে ঢুকে পরে বঙ্গে। বর্তমানে ওই বাঘের অবস্থান পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায়। যার জেরে ঘুম উড়েছে কুলতলির বাসিন্দাদের। ইতিমধ্যেই বনদফতরের পক্ষ থেকে গ্রুহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। কিন্তু বাঘিনী জিনাত নিয়ে আতঙ্ক এখনও অব্যাহত। কারণ সত চেষ্টার পরও এখনও অধরা বাঘিনী।
আরও পড়ুন: ‘গত দেড় বছরে প্রায় ১০ লক্ষ স্থায়ী সরকারি চাকরি হয়েছে’, দাবি মোদির
ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। বন দফতরের কর্মীরা উপস্থিত রয়েছেন পুরুলিয়ার রাইকা পাহাড় এবং সংলগ্ন কুইলাপালের জঙ্গল এলাকায়। তাদের দিবা রাত্রি এখন একটাই প্রচেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব বাঘিনী জিনাতকে ধরা। বন দফতরের তরফ থেকে জিপিএস-এর মাধ্যমে তারা জানতে পেরেছেন রবিবারের পর সোমবারও অবস্থান পাল্টায়নি বাঘিনীর। ইতিমধ্যেই তাকে ধরতে পাতা হয়েছে বিভিন্ন ফাঁদ, এমনকি ছাগলের টোপ ও দেওয়া হয় কিন্তু কাজ হয়নি তাতে।
পুরুলিয়া বন বিভাগের তরফ থেকে এই আধিকারিক জানান, অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে চলছে বাঘিনীর খোঁজ। তাই বাসিন্দাদের আতঙ্কিত হতে বারণ করছেন তাঁরা। ইতিমধ্যেই, ঝাড়খণ্ডে বাঘের হানায় মৃত্যু হয়েছে এক তরুণের। যার জেরে এবার বাঘিনীর আতঙ্ক বজায় পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায়।
দেখুন অন্য খবর