কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে অভিযোগ ওঠে পুলিশের (Police) পক্ষ থেকে টাকা দিয়ে নির্যাতিতার মা, বাবার মুখ বন্ধের চেষ্টা করা হয়? এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে ভিডিও (Video) দেখিয়ে দাবি করা হল তিলোত্তমার বাবা, মা জানিয়েছিলেন কোনও টাকা অফার করা হয়নি। এরপরই সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবা, মা জানান এই ভিডিওতে তাঁদের বলতে বাধ্য করানো হয়। যা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।
ঠিক কী হয়েছিল? এদিন তৃণমূলের প্রচার করা ভিডিওতে শোনা যায় একটি প্রশ্ন, একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে পুলিশ প্রশাসন থেকে আপনাদের আর্থিক টাকা নিয়ে ধামাচাপা দেওয়া? এর উত্তরে ভিডিওতে নির্যাতিতার বাবা বলেন, কে বলল এই কথা? আমাদের এই সব কথা বলার কোনও প্রয়োজনই নেই। এইরকম কোনও ঘটনাই ঘটেনি। নির্যাতিতার মা বলেন, আমরা কাউকে কিছুই বলিনি। আমরা বিচার চাইছি। বৃহস্পতিবার সকালে তৃণমূল এই ভিডিও সামনে এনেছে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে ধাওয়া জনতার
এদিকে ওই ভিডিও প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নির্যাতিবার বাবা, মা সংবাদমাধ্যমকে বলেন, সেদিন রাতে একজন এসে আমাদের কাছে এই ভিডিও করে নিয়ে যায়। আমরা কিছু বলিনি। পুলিশের তরফে থেকেই আমাদের চাপ দেওয়া হয়েছিল। তদন্তের ক্ষতি হবে। তাই তোমরা বলো আমরা ওই কথা বলিনি। চাপ দেওয়াতে আমরা বলতে বাধ্য হয়েছি। তখন আমাদের বোঝানো হয়েছিল, পুলিশের কাছে তদন্ত আছে, পুলিশের নামে বদনাম করছো তোমরা।
আরও খবর দেখুন