বাঁকুড়া: আজ ভাইফোঁটা। বাংলা জুড়ে চলছে ভাই-বোনেদের মঙ্গল কামনার উৎসব। আর এই উৎসবকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে বাজিমাত করতে মরিয়া সিপিএম ও বিজেপি। তাই ভাইফোঁটার চন্দনের সঙ্গে এবার মিশে গেল রাজনীতির রং। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপ নির্বাচনকে কেন্দ্র করে এবার অভিনব প্রচার করতে দেখা গেল বাম ও পদ্ম শিবিরকে। ভাইফোঁটায় জনসংযোগ ও প্রচার সেরে নিলেন তালডাংরার সিপিএম ও বিজেপি প্রার্থী। একদিকে, রীতি ভেঙে গণফোঁটার আয়োজনে সামিল হলেন সিপিএম প্রার্থী; অন্যদিকে ফোঁটা দেওয়া নেওয়ার উৎসবে মেতে উঠলেন বিজেপি প্রার্থীও।
আরও পড়ুন: নভেম্বরে কবে থেকে শীতের দেখা? হাওয়া অফিসের নয়া আপডেট
আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে রয়েছে উপ নির্বাচন। তার আগে জোর প্রচারে নেমেছে রাজ্যের সব দলই। রাজনৈতিক মহলের ধারণা তালডাংরা বিধানসভার উপ নির্বাচনে ৫ জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হচ্ছে ত্রিমূখী। এই নির্বাচনে শাসক তৃনমূলকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে বিজেপি। অন্যদিকে আবার একসময়ের বামেদের শক্ত ঘাঁটি বলে পরিছিত তালডাংরায় নিজেদের জমি ফিরে পেতে মরিয়া সিপিএমও। নির্বাচন যখন দোরগোড়ায় তখন ভাইফোঁটা যে বাড়তি মাত্রা যোগ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারনেই ভাইফোঁটাকেই প্রচারের হাতিয়ার করলেন বাম ও রাম প্রার্থী। রবিবার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী নিজের নির্বাচনী ক্ষেত্রের তালডাংরায় নির্বাচনী কার্যালয়ে হাজির হয়ে দলের কর্মীদের পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং বাঁকুড়ার সমস্ত বিজেপি বিধায়কদের ভাইফোঁটা দেন। ফোঁটা দিলেন দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। প্রার্থীর কাছে ফোঁটা নিয়ে সুভাষ সরকার নারী নির্যাতন ইস্যুতে রাজ্য সরকারকে উৎখাতের আহ্বান জানান।
এদিকে আবার, ভাইফোঁটার এই উৎসবে এবারই প্রথম দলীয় রীতি ভেঙে সামিল হলেন বামেরাও। এদিন সিমলাপালের লক্ষ্মীসাগরে গণফোঁটার আয়োজন করেন সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি। এদিন তিনি দলের মহিলা কর্মীরা প্রার্থী, দলীয় নেতৃত্ব সহ ফোঁটা পথ চলতি মানুষদের কপালে এঁকে দেন ফোঁটা। প্রার্থীর দাবী আর জি কর সহ অন্যান্য নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাইফোঁটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
দেখুন আরও খবর: