কলকাতা: তিনটি সংবাদমাধ্যমে (News Media) যাবেন না তৃণমূলের (TMC) কোনও প্রতিনিধি। জানিয়ে দেওয়া হল পার্টির পক্ষ থেকে। ওই তিনটি বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে বাংলা বিরোধী অ্যাজেন্ডা প্রচার করা হয়েছে তৃণমূলের তরফে। শুধু তাই নয়, বাংলার মানুষকে ভুল পথে চালিত হওয়ার বার্তাও দিয়েছে তৃণমূল। সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমের টকশোতে অংশ নেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। সেখানে তিনি বিতর্কিত মন্তব্য করেন। একাধিক ডাক্তারদের সংগঠন ওই মন্তব্যের প্রতিবাদ করেন। ওই ঘটনার পর গত রবিবার জনসমক্ষে ক্ষমা চাল কাকলি। তিনি জানান, তাঁর ওই মন্তব্যের কারণে কেউ আঘাত পেলে তিনি দুঃখিত।
রবিবার রাতে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় তিনটি সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে তাদের বয়কট ঘোষণা করে শাসকদল। বিবৃতি দিয়ে জানানো হয় তাদের অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূলের কোনও মুখপাত্র। তৃণমূলের তরফে পোস্টে ওই সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে দিল্লিকে খুশি করবার কথাও বলা হয়েছে। আরজি কর কাণ্ড চলাকালীন এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশন
আরও খবর দেখুন