কলকাতা: রায়গঞ্জে প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয় পেল তৃণমূল। ১০ রাউন্ড শেষে দেখা যায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে ৪৯,৫৩৬ ভোটে। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফিরেই লোকসভা ভোটে টিকিট পান। রায়গঞ্জ কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেননি। বিজেপির কাছে হেরে যান তিনি। উপনির্বাচনে (By-Election ) সেই রায়গঞ্জেই সবুজ ঝড়। বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল। তিনি হেরে গিয়েছেন বিজেপির কার্তিক পালের কাছে। লোকসভায় কৃষ্ণ কল্যাণী ব্যর্থ হলেও বিধানসভা উপনির্বাচনে সাফল্য পেলেন। কৃষ্ণ কল্যাণীর মুখে চওড়া হাসি। তৃণমূল জিতেই রায়গঞ্জ জুড়ে বিজয় উৎসব। রায়গঞ্জে জিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন। আমি ৫০ হাজারের বেশি ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ।
দেখুন ভিডিও