সিতাই: আজ বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা চলছে। আর এই হাফ-ডজন কেন্দ্রেই সবুজ ঝড় চলছে। কারণ, প্রায় সবকটি কেন্দ্রে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ইতিমধ্যে যা খবর পাওয়া গিয়েছে, তাতে সিতাই, মাদারিহাট, হাড়োয়া, নৈহাটি ও মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। জানা গিয়েছে, সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় পেয়েছেন ৭৬ শতাংশের বেশি ভোট। বিজেপি প্রার্থী ১৬ শতাংশ ভোট পেয়েছেন। বামেদের ভোট ১.৫২ শতাংশ, কংগ্রেসের ভোট ৪.২১ শতাংশ।
আরও পড়ুন: নতুন দিগন্ত, বার্ধক্যের দোরগোড়ায় থাকা দম্পতিকে সন্তান নিতে অনুমতি হাইকোর্টের
সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ১৩ রাউন্ড গণনা শেষে মোট ১,৬৫,৯৮৪ ভোট পেয়েছেন। অন্যদিকে, তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫,৩৪৮ ভোট। শেষমেশ, সিতাই কেন্দ্রে ১,৩০,৬৩৬ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। উল্লেখ্য, ভোটের আগেই তৃণমূল দাবি করেছিল যে, বাংলার ৬ কেন্দ্রেই জয়ী হবে তৃণমূল। ভোটগণণার ময়দানে তেমন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
দেখুন আরও খবর: