বাঁকুড়া: মহারাষ্ট্রে বিজেপির জয়জয়কার হলেও বাংলায় তাঁদের ভরাডুবি অব্যহত। রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে সেভাবে প্রভাব ফেলতে পারল না গেরুয়া শিবির। রীতিমতো ছক্কা হাঁকিয়ে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সব কেন্দ্রে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থীরাই। এর মধ্যে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রে বড় জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তিনি তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে ৩৪ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। সবুজ আবির খেলে তাঁরা বিজয় উল্লাস করেন। বাঁকুড়া জেলায় একসময় যেভাবে বিজেপি প্রভাব বিস্তার করতে চেয়েছিল, উপনির্বাচনের ফলাফলে তার বিন্দুমাত্র ইঙ্গিত পাওয়া গেল না।
আরও পড়ুন: বাংলায় সবুজ ঝড়! সিতাই কেন্দ্রে ১ লক্ষের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
এদিন নির্বাচনে জয়লাভ করার পরই আরজি কর কান্ডের কথা তুলে বিরোধীদের কটাক্ষ করেন জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন, “এটা ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, বিশ্বাস তার জয়। আরজি করকে কেন্দ্র করে যে ভাবে সারা সিপিএম ও বিজেপি পশ্চিম বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল, তার বিরুদ্ধে মানুষ ঐতিহাসিক মতদান দিয়েছেন। তাঁরা বুঝিয়ে দিয়েছেন যে আরজি কর সাজানো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ই সঠিক ব্যক্তি।”
দেখুন আরও খবর: