কলকাতা: আগামী ১৩ নভেম্বর বাংলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। তার ৪ দিন আগে কমিশনের দ্বারস্থ তৃণমূল। শনিবার তৃণমূলের (TMC Delegates) পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (Election Commission) অফিসে যান। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে উপনির্বাচনে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে উপনির্বাচনে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বিরুদ্ধে পুলিশ এবং অশোক স্তম্ভের অপমানের অভিযোগ জানায় তৃণমূল নেতৃত্ব। সুকান্তকে শোকজ করার দাবি নির্বাচন কমিশনকে জানাল তৃণমূল কংগ্রেস।
শনিবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, সুস্মিতা দেব এবং সাকেত গোখল একাধিক অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দেয়। কমিশনের কোনও সদস্য না থাকায় ক্ষোভ উগরে দেন তৃণমূলের নেতারা। গতকালই আমরা সময় চেয়েছিলাম। কিন্তু, দ্বিতীয় শনিবার বলে কোনও অফিসার উপস্থিত ছিলেন না। দেশে যখন নির্বাচন চলছে তৃণমূল এই ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সব এলাকা বোঝা সম্ভব ও সেখানকার ভাষা বোঝা সম্ভব হয় না। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশের থাকার কথা। কিন্তু, এবার বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা হয়নি। বিজেপির স্থানীয় নেতারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়েছেন। বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন।
আরও পড়ুন: লিঙ্গ সাম্যতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বলতে নরওয়েতে ডাক অভিষেককে
সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘পাঁচ সাংসদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দু’টি অভিযোগ জমা দিয়েছে। সব নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে একজন রাজ্য পুলিশের প্রতিনিধি থাকা প্রয়োজন। বাংলার উপনির্বাচনে আমরা যা দেখেছি কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বঙ্গ– বিজেপি নেতাদের সঙ্গে সমন্বয় করে। ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে নেতারা। তিনি আরও বলেন, ‘বিজেপি জাতীয়তাবাদের কথা বলে। অথচ একজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য পুলিশকে অশোক স্তম্ভের প্রতীক খুলে সেখানে চপ্পল লাগাতে বলছে। এটা সম্পূর্ণ অবমাননাকর মন্তব্য। সুকান্ত মজুমদারের বক্তব্যের তীব্র নিন্দা করছি।
অন্য খবর দেখুন