
মুর্শিদাবাদ: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ধুলিয়ান(Dhulian Bombing Firing)। পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার (Samserganj police station of Murshidabad) ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। পুলিশের সামনে বোমাবাজি হয় বলেও অভিযোগ স্থানীয়দের। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে। বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই গোষ্ঠীর ৯ জনকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন:এবারও হচ্ছে না পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী
অভিযোগ, পুরসভার চেয়ারম্যানের (Againstmunicipality Chairman) অনুগামী ও আত্মীয়দের বিরুদ্ধে। পুরসভার চেয়ারম্যানের অনুগামীরকা ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে বোমাবাজি করেন, গুলি চালায় বলে অভিযোগ। পিয়া বিবি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, চেয়ারম্যানের আত্মীয়রা এসে ঝামেলা করেছে। ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ, পুলিশের সামনে বোমা ছোড়া হয়। কাউন্সিলর নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনার পরেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। ঘটনা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
আরও অন্য খবর দেখুন